সিএসইতে লেনদেন ৪.৩৭ কোটি টাকা

আজাদী ডেস্ক | বুধবার , ৫ মার্চ, ২০২৫ at ১১:৩৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছে ৪.৩৭ কোটি টাকা। ২,৪০১ টি লেনদেনের মাধ্যমে মোট ১৮.৪৬ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৮২.৭৬ পয়েন্ট কমেছে, যা হলো ১৪,৫০১.৮৪ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ৫.৮৫ পয়েন্ট কমেছে, যা হলো ১,১০২.৪৯ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ৪.২৭ পয়েন্ট কমেছে, যা হলো ৯৪২.৬৫ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক গতকাল অপরিবর্তিত ছিল, যা হলো ২,০৯২.৬১ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৭০২,৫৮৭.৩৬ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৬৩,৯৭৮.৬৭ কোটি টাকা। সিএসইতে ৬৪০ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২২৭ টির, এর মধ্যে দাম বেড়েছে ৫১ টির, দাম কমেছে ১৪৯ টির আর অপরিবর্তিত রয়েছে ২৭ টির।

পূর্ববর্তী নিবন্ধঅস্ট্রেলিয়ার যে সিনেমায় দেশের তিনজনের ভূমিকা
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ধর্ষণ মামলার আসামি আজিজ র‌্যাবের জালে