সিএসইতে লেনদেন ৪.২৭ কোটি টাকা

আজাদী ডেস্ক | শুক্রবার , ১৩ ডিসেম্বর, ২০২৪ at ৯:৪৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বৃহস্পতিবার লেনদেন হয়েছে ৪.২৭ কোটি টাকা। ১,৫৬৮টি লেনদেনের মাধ্যমে মোট ২১.১৯ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৬০.৪৪ পয়েন্ট কমেছে, যা হলো ১৪,৩০৪.০০ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ৫.৩৯ পয়েন্ট কমেছে, যা হলো ১,০৮৩.৮২ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ৫.২০ পয়েন্ট কমেছে, যা হলো ৯২৫.৩৮ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক আজ অপরিবর্তিত ছিল, যা হলো ২,০৩৭.২২ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৬৮৮,৩৯৬.২৮ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৫১,৬৯৬.০১ কোটি টাকা। সিএসইতে ৬৩৯ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২০৪টির, এর মধ্যে দাম বেড়েছে ৪৯টির, দাম কমেছে ১১৫টির আর অপরিবর্তিত রয়েছে ৪০টির।

পূর্ববর্তী নিবন্ধনির্মাতার মৃত্যুবার্ষিকীতে ‘ভাত দে’
পরবর্তী নিবন্ধআবারও টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তিত্ব ডোনাল্ড ট্রাম্প