চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল সোমবার লেনদেন হয়েছে ৪.০৯ কোটি টাকা। ১,৯৩৮ টি লেনদেনের মাধ্যমে মোট ১৬.৩৭ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৭.৪২ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৪,৪৬৬.৯৬ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ৩.৫০ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১০৪.১৬ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ২.৮৭ পয়েন্ট বেড়েছে, যা হলো ৯৪৩.৯৪ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক গতকাল ২০.৩৮ পয়েন্ট কমেছে, যা হলো ২,০১৮.১৯ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৬৯৯,৫০৩.২৮ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৬২,৪৭৮.৬৭ কোটি টাকা। সিএসইতে ৬৪০ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২২১ টির, এর মধ্যে দাম বেড়েছে ৯১ টির, দাম কমেছে ৯৩ টির আর অপরিবর্তিত রয়েছে ৩৭ টির।