সিএসইতে লেনদেন ৪০.২৮ কোটি টাকা

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২৪ at ১০:১৯ পূর্বাহ্ণ

চিটাগং স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে ৪০.২৮ কোটি টাকা। ৯,৯১৪ টি লেনদেনের মাধ্যমে মোট ১.৪৯ কোটি শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৪৩.৭১ পয়েন্ট কমেছে, যা হলো ১৮,৫৬১.৫১ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ৪.২৯ পয়েন্ট কমেছে, যা হলো ১,৩১৪.৮৯ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ৩.২৭ পয়েন্ট কমেছে, যা হলো ১,১৮৫.৬৮ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক ২৬.০৮ পয়েন্ট কমেছে, যা হলো ২,৪৮১.৩৭ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৭৬৬,৪৯৭.২৬ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৩৮,১৮১.১১ কোটি টাকা। সিএসইতে ৬৩৫ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৮৩ টির, এর মধ্যে দাম বেড়েছে ৯৭ টির, কমেছে ১৬২ টির আর অপরিবর্তিত রয়েছে ২৪ টির।

পূর্ববর্তী নিবন্ধতামিমের সঙ্গে আবার বসবেন পাপন
পরবর্তী নিবন্ধমৃত্যুদণ্ডপ্রাপ্ত আট ভারতীয় নৌ সেনাকে মুক্তি দিল কাতার