চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বৃহস্পতিবার লেনদেন হয়েছে ৩.৮৪ কোটি টাকা। ১,৪৬৩টি লেনদেনের মাধ্যমে মোট ১৯.৫৪ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৬৪.০১ পয়েন্ট কমেছে, যা হলো ১৪,৫৮১.১০ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ৫.১১ পয়েন্ট কমেছে, যা হলো ১,১০৮.৯২ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ২.৮৫ পয়েন্ট কমেছে, যা হলো ৯৪১.৪১ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক আজ অপরিবর্তিত ছিল, যা হলো ২,০৬২.১৮ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমান হলো ৭০০,২১৪.৫১ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৫৬,৩৪৬.০১ কোটি টাকা। সিএসইতে ৬৪১ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৯৩টির, এর মধ্যে দাম বেড়েছে ৩৯টির, দাম কমেছে ১২৫টির আর অপরিবর্তিত রয়েছে ২৯ টির।