সিএসইতে লেনদেন ৩.২৯ কোটি টাকা

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ২ ডিসেম্বর, ২০২৫ at ৬:১৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল সোমবার লেনদেন হয় ৩.২৯ কোটি টাকা। ১,৫৭৫ টি লেনদেনের মাধ্যমে মোট ১৭.৫৮ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১২৩.৬৫ পয়েন্ট কমেছে, যা হলো ১৩,৮৫২.৭৩ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ৭.৩১ পয়েন্ট কমেছে, যা হলো ১,০৬৭.৩০ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ৬.৩৫ পয়েন্ট কমেছে, যা হলো ৮৭১.৮২ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক গতকাল অপরিবর্তিত ছিল, যা হলো ১,৬২৯.৮৫ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৬৯২,৬২৩.৪১ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৭৬,১৮২.৭২ কোটি টাকা। সিএসইতে ৬৩৮ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৮২ টির, এর মধ্যে দাম বেড়েছে ৪০ টির, দাম কমেছে ১৩১টি আর অপরিবর্তিত রয়েছে ১১টির।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষায় MoU বা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং
পরবর্তী নিবন্ধরাজকীয় আবহে পলাশ পারসার ফেরা!