সিএসইতে লেনদেন ৩৬.২৮ কোটি টাকা

| শুক্রবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৪ at ১২:২০ অপরাহ্ণ

চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল লেনদেন হয়েছ ৩৬.২৮ কোটি টাকা। মোট ১০,৭৪৯টি লেনদেনের মাধ্যমে মোট ১.৮৪ কোটি শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১২০.৯০ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৮,২৯৫.৯০ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ১১.৩৬ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,২৮৯.৪৪ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ৪.৬৭ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১৭২.৫১ পয়েন্টে। সিএসই এসমেঙ ইনডেক্সএর মূল্যসূচক গতকাল অপরিবর্তিত ছিল, যা হলো ২,৫৫০.১৯ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসই’র বাজার মূলধনের পরিমাণ হলো ৭৬৩,৭২৮.০৯ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৩৮,৩৩১.১১ কোটি টাকা। সিএসইতে ৬৩৬ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ৩০৩টির, এর মধ্যে দাম বেড়েছে ১৫১টির, কমেছে ১২০টির আর অপরিবর্তিত রয়েছে ৩২টির। ১০ অক্টোবর ২০২২ চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসিএ প্রথমবারের মতো সরকারি বন্ড লেনদেনের মধ্যে দিয়ে ইতিহাস সৃষ্টি হয়েছে। ঞই৫ণ০১২৫ বন্ডের ১ হাজার ইউনিট লেনদেন হয়েছে। প্রতিটি বন্ডের দর ছিল ১০৫ টাকা ১৯ পয়সা যেখানে লেনদেনের পরিমাণ ১ লাখ ৫ হাজার ১৯০ টাকা। দিনশেষে সিএসই’র বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৩১৫,৭৯৯.৪৮ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৩১৬,০২১.০১ কোটি টাকায়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিপিএলে খেলার সুযোগ পেয়ে খুশি মোমিনুল
পরবর্তী নিবন্ধনেতানিয়াহুকে ক্ষমতা ছাড়তে বললেন হিলারি