সিএসইতে লেনদেন ৩২.২৮ কোটি টাকা

আজাদী ডেস্ক | শুক্রবার , ১ জুলাই, ২০২২ at ৬:৪৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বৃহস্পতিবার মোট লেনদেন হয়েছে ৩২.২৮ কোটি টাকা। ১৬,৩৯১ টি লেনদেনের মাধ্যমে মোট ১.৩৯ কোটি শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৩৭.০২ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৮,৭২৭.৫১ পয়েন্টে।

সিএসই-৫০ সূচক ২.০৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,৩৭৫.২৬ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সর ০.৪৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,১৮৩.৪৩ পয়েন্টে। সিএসইএসমেক্স ইনডেক্স সূচক ৮৭.২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২৭০৭.৪৭ পয়েন্ট।

গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৪৪৮,৪১৫.৯৩ টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ১০২,৩৩৫.৭০ কোটি টাকায়। সিএসইতে ৩৮১ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ৩০১ টির, এর মধ্যে দাম বেড়েছে ১১৫ টির, কমেছে ১৪৬ টির আর অপরিবর্তিত রয়েছে ৪০ টির।