সিএসইতে লেনদেন ৩১.৭৯ কোটি টাকা

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ১০ মে, ২০২২ at ১১:১৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল সোমবার মোট লেনদেন হয়েছে ৩১.৭৯ কোটি টাকা। ১৭,৭৭৯ টি লেনদেনের মাধ্যমে মোট ১.০৯ কোটি শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৪৪.৩১ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৯,৬৩৯.১৩ পয়েন্টে।

সিএসই-৫০ সূচক ০.৯৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,৪৪৭.৫৮ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স ০.৮৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,২৩৫.৬৭ পয়েন্টে। সিএসইএসমেক্স ইনডেক্স ১৯.৭২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬০৬.৪৪ পয়েন্ট।

গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ দাড়িয়েছে ৪৭০,১৬৮.৯৯ টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ১০১,৩৪১.৭৯ কোটি টাকায়। সিএসইতে ৩৭৮ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ৩০২ টির, এর মধ্যে দাম বেড়েছে ১৭৮ টির, কমেছে ৯২ টির আর অপরিবর্তিত রয়েছে ৩২ টির।

পূর্ববর্তী নিবন্ধবৃষ্টির সাথে লুকোচুরি খেলেই টাইগারদের অনুশীলন
পরবর্তী নিবন্ধআমার মৃত্যু হবে রহস্যময় পরিস্থিতিতে