চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল রোববার লেনদেন হয়েছে ৩০.৮৯ কোটি টাকা। ১০,৪২৩ টি লেনদেনের মাধ্যমে মোট ১.৩১ কোটি শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৪৮২.৬৯ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৭,২৮২.৪৫ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ৪০.১০ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,২৬৯.৬৩ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ২৯.৮৬পয়েন্ট বেড়েছে, যা হলো ১,০৯৬.৭১ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স–এর মূল্যসূচক ১৮.২৫ পয়েন্ট বেড়েছে, যা হলো ৩,১৩৩.১৭ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৭৪২,৫৭৯.৮৯ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৩৫,৬৭৯.৩৭ কোটি টাকা। সিএসইতে ৬৪১ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৯৫ টির, এর মধ্যে দাম বেড়েছে ১৯৪ টির, দাম কমেছে ৮৬ টির আর অপরিবর্তিত রয়েছে ১৫ টির।