চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বৃহস্পতিবার লেনদেন হয়েছে ২.৮৮ কোটি টাকা। মোট ১,৬১৪ টি লেনদেনের মাধ্যমে ১৪.৪৭ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১৯.২৬ পয়েন্ট কমেছে, যা হলো ১৫,২৭১.৭৭ পয়েন্টে এবং সিএসই ৫০ মূল্যসূচক ০.৪২ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১৫৮.৫০ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ৩.৩৫ পয়েন্ট কমেছে, যা হলো ৯৯১.৪১ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সের মূল্যসূচক ৫.০৮ পয়েন্ট কমেছে, যা হলো ২,৫৭৫.৪৩
পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসই’র বাজার মূলধনের পরিমাণ হলো ৭০৮,০৪৪.৪১ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৪৫,৭৬৭.৮৪ কোটি টাকা। সিএসইতে ৬৪১ স্ক্রিপ্টের মধ্যে গতকাল
লেনদেন হয়েছে ১৮৪টির, এর মধ্যে দাম বেড়েছে ৬৯টির, দাম কমেছে ৯৫টির আর অপরিবর্তিত রয়েছে ২০টির। প্রেস বিজ্ঞপ্তি ।