সিএসইতে লেনদেন ২.৫৮ কোটি টাকা

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ২১ জানুয়ারি, ২০২৫ at ৭:০১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল সোমবার লেনদেন হয়েছে ২.৫৮ কোটি টাকা। ১,৫১৮ টি লেনদেনের মাধ্যমে মোট ১৫.০৬ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৮৫.৫৪ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৪,৪৪৯.৯৪ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ৭.২২ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১০৫.৫৪ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ৭.৭৪ পয়েন্ট বেড়েছে, যা হলো ৯৪৪.১৮ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর গতকাল অপরিবর্তিত ছিল, যা হলো ২,১৫২.৪৬ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৬৯২,৮৯২.৬০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৫২,০৭৩.৪১ কোটি টাকা। সিএসইতে ৬৩৮ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২০০ টির, এর মধ্যে দাম বেড়েছে ১১৪ টির, দাম কমেছে ৫৮ টির আর অপরিবর্তিত রয়েছে ২৮ টির।

পূর্ববর্তী নিবন্ধতমালিকার বিয়ের খবর জানা গেল ফেসবুকে
পরবর্তী নিবন্ধমিয়ানমারের সামরিক বাহিনী ও সশস্ত্র গোষ্ঠীর মধ্যে যুদ্ধবিরতি