সিএসইতে লেনদেন ২৯.২৩ কোটি টাকা

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৪ at ৭:৫৯ পূর্বাহ্ণ

চিটাগং স্টক এক্সচেঞ্জে গতকাল বুধবার লেনদেন হয়েছে ২৯.২৩ কোটি টাকা। ৯,৮৯০টি লেনদেনের মাধ্যমে মোট ৯৮.৭৫ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৭২.৩৫ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৮,১৭৪.৯৯ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ১.৪৪ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,২৭৮.০৮ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ৫.৭৫ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১৬৭.৮৪ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সের মূল্যসূচক গতকাল ২২৭.৭৩ পয়েন্ট কমেছে, যা হলো ২,৫৫০.১৯ পয়েন্ট।

দিন শেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৭৬১,৭৫৪.৮৬ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৩৮,৩০১.১১ কোটি টাকা। সিএসইতে ৬৩৫ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৮৮টির। এর মধ্যে দাম বেড়েছে ১৫০টির, কমেছে ১০৮টির আর অপরিবর্তিত রয়েছে ৩০টির। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবলের ফাইনালে আজ ভারত-বাংলাদেশ মুখোমুখি
পরবর্তী নিবন্ধগাজায় যুদ্ধবিরতির জন্য চূড়ান্ত ফরমুলার খোঁজে মধ্যস্থতাকারীরা