সিএসইতে লেনদেন ২৯.১৯ কোটি টাকা

| বুধবার , ২ মার্চ, ২০২২ at ১১:২৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল মঙ্গলবার মোট লেনদেন হয়েছে ২৯.১৯ কোটি টাকা। মোট ২০,০৮৩ টি লেনদেনের মাধ্যমে ১.৪৪ কোটি শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেঙ সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৭৮.০৭ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৯,৭১৯.৩৩ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ৬.০৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,৪৫৯.৪৪ তে। তাছাড়া সিএসই শরিয়াহ ইনডেঙ ৪.০০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,২২৯.৮৬ পয়েন্টে। সিএসইএসমেঙ ইনডেঙ গতকাল অপরিবতিত ছিল যা হলো ৬৫৮.০০ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ দাঁড়িয়েছে ৪৭১,৭০১.৬৬ টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৯৯,৪৫৭.৮৫ কোটি টাকায়। সিএসইতে ৩৭৪ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ৩০২ টির, এর মধ্যে দাম বেড়েছে ১৪৮ টির, কমেছে ১১৪ টির আর অপরিবর্তিত রয়েছে ৪০ টির। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ক্রিকেটে আবাহনীর টানা তৃতীয় জয়
পরবর্তী নিবন্ধদামেস্কে শপিং মলে আগুন নিহত ১১