চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছে ২৮.৪৭ কোটি টাকা। ২,৮৮১ টি লেনদেনের মাধ্যমে মোট ৬০.৭৮ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচত ১৫.০০ পয়েন্ট কমেছে, যা হলো ১৫,৬১৭.০৪ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ১.০০ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১১১.০৪ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ২.৪৭ পয়েন্ট কমেছে, যা হলো ১,০১৯.৬০ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স–এর মূল্যসূচক ১২.২৮ পয়েন্ট বেড়েছে, যা হলো ৩,০৭১.৮১ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৬৯৬,৫৮০.৪৯ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৩৮,৬৯১.২৫ কোটি টাকা। সিএসইতে ৬৪২ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৩৭ টির, এর মধ্যে দাম বেড়েছে ৫৯ টির, কমেছে ১৪৯ টির আর অপরিবর্তিত রয়েছে ২৯ টির।