চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বৃহস্পতিবার মোট লেনদেন হয়েছে ২৭.৯৬ কোটি টাকা। এদিন ১২ হাজার ৫৪১টি লেনদেনের মাধ্যমে মোট ১.২৯ কোটি শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেঙ সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১৬৮.০৫ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৯ হাজার ৫৬১.৫৬ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ১০.২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৪৩.০৫ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স ৬.৯৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২১৯.৪৯ পয়েন্টে। সিএসইএসমেক্স ইনডেক্স অপরিবর্তিত ছিল ৬৩৬.৫৩ পয়েন্ট। বৃহস্পতিবার দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৪৬৫ হাজার ৪০৭.৮১ টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৯৯ হাজার ৪৯৮.৭২ কোটি টাকায়। সিএসইতে ৩৭৪ স্ক্রিপ্ট এর মধ্যে লেনদেন হয়েছে ২৮৩টির। এর মধ্যে দাম বেড়েছে ১৭৪টির, কমেছে ৭১টির আর অপরিবর্তিত রয়েছে ৩৮টির। প্রেস বিজ্ঞপ্তি।