সিএসইতে লেনদেন ২৬.৮৯ কোটি টাকা

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ২৪ আগস্ট, ২০২৩ at ১০:৪৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল বুধবার লেনদেন হয়েছে ২৬.৮৯ কোটি টাকা। মোট ২,৪০০টি লেনদেনের মাধ্যমে মোট ২৯.৫৩ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১৫.০৬ পয়েন্ট কমেছে, যা হলো ১৮,৫৬১.৩৩ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ০.০১ পয়েন্ট কমেছে, যা হলো ১,৩০৫.৫৫তে। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ০.১৪ পয়েন্ট কমেছে, যা হলো ১,১৬৯.৭৯ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সের মূল্যসূচক ৫৫.৩৪ পয়েন্ট কমেছে, যা হলো ২,১৩৯.৪৫ পয়েন্ট।

গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৭৬৫,৭১৪.৩৭ কোটি টাকা। পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪২৫,৫২৫.৫৮ কোটি টাকা। সিএসইতে ৬৩০ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৮২টির। এর মধ্যে দাম বেড়েছে ৩০টির, কমেছে ৭১টির আর অপরিবর্তিত রয়েছে ৮১টির।

পূর্ববর্তী নিবন্ধকিশোর ফুটবলের খেলোয়াড় বাছাই নিয়ে নানা অভিযোগ
পরবর্তী নিবন্ধপাড়ি জমালো শক্ত পালের কার্গো লক্ষ্য কার্বন নিঃসরণ কমানো