চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বুধবার মোট লেনদেন হয়েছে ২৪.৭৪ কোটি টাকা। মোট ১১,২৮০টি লেনদেনের মাধ্যমে মোট ৮০.৫৮ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৫৬.০৭ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৮,৩৬৯.৯২ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ৩.৫৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,৩৩৮.৮৬-তে। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্স ৫.৫৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,১৬৮.৬৯ পয়েন্টে। সিএসইএসমেক্স ইনডেক্স সূচক ১৩.৬৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩,১৯৭.৯৭ পয়েন্ট।
গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৪৪০,৬৪৬.৪৩ কোটি টাকা। পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ১০২,৪২৩.৩৩ কোটি টাকায়। সিএসইতে ৩৮২ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৮৪টির। এর মধ্যে দাম বেড়েছে ১১৬টির, কমেছে ৮৬টির আর অপরিবর্তিত রয়েছে ৮২টির।