চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বৃহস্পতিবার লেনদেন হয় ২২.৬১ কোটি টাকা। ১,৬৪৬ টি লেনদেনের মাধ্যমে মোট ২৯.১৯ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৯৮.৬৪ পয়েন্ট কমেছে, যা হলো ১৪,৯৪৭.৬৫ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ৬.২৪ পয়েন্ট কমেছে, যা হলো ১,১৩২.০২ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেঙ–এর মূল্যসূচক ৭.৪১ পয়েন্ট কমেছে, যা হলো ৯৪৮.৫৩ পয়েন্টে।
সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক ৯.৫৫ পয়েন্ট কমেছে, যা হলো ২,০৫৪.০৭ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৭১৭,৫৮৮.৬১ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৭৫,৩৩২.৮০ কোটি টাকা। সিএসইতে ৬৪০ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২১৪ টির, এর মধ্যে দাম বেড়েছে ১৩৭ টির, দাম কমেছে ১৩৭টি আর অপরিবর্তিত রয়েছে ২০টির।