চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল সোমবার মোট ২২.৩৫ কোটি টাকা। ৩,১০৯ টি লেনদেনের মাধ্যমে মোট ২৯.৭১ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ২৪.৮৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮,২৭৯.০৫ পয়েন্টে। সিএসই–৫০ মূল্যসূচক ০.৯৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,৩১৯.৮৪ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ৩.১৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,১৫৪.৯৫ পয়েন্টে। সিএসইএসমেক্স ইনডেক্স–এর মূল্যসূচক অপরিবর্তিত ছিল যা হল ১,৯৮০.২০ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ দাঁড়িয়েছে ৭৪৩,৯১৯.৮৬ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৪০৯,৫১৬.৮৭ কোটি টাকায়। সিএসইতে ৬৩১ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১২৮ টির, এর মধ্যে দাম বেড়েছে ১০ টির, কমেছে ৪২ টির আর অপরিবর্তিত রয়েছে ৭৬ টির।