চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বৃহস্পতিবার লেনদেন হয়েছে ২১.৭১ কোটি টাকা। ২,২২৯টি লেনদেনের মাধ্যমে মোট ৩৪.১৯ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৬৫.৩৯ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৫,০৮৮.৬৫ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ৫.৫৮ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১৪৪.৭৮ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ৫.৭৩ পয়েন্ট বেড়েছে, যা হলো ৯৫৮.৮৮ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেঙ এর মূল্যসূচক গতকাল ১৯.৩১ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,৯০২.৪৫ পয়েন্ট। দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৭২১,২০০.০৯ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৭৫,২৮৩.৮১ কোটি টাকা। সিএসইতে ৬৪০ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২১২টির, এর মধ্যে দাম বেড়েছে ১২৯টির, দাম কমেছে ৬২টি আর অপরিবর্তিত রয়েছে ২১টির।