চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল বুধবার ২১.৪৭ কোটি টাকা লেনদেন হয়েছে। মোট ৮,৪৯৪টি লেনদেনের মাধ্যমে মোট ৯৫.৩২ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ০.৪৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮,৭২৭.১৩ পয়েন্টে। সিএসই–৫০ মূল্যসূচক ০.৫৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,৩১৪.৬৯–তে। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ১.৪০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,১৭৮.৬৩ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সের মূল্যসূচক ২১.০৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,৯২২.৭৮ পয়েন্টে।
গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৭৫৯,০৬৭.১২ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৪১৭,০৭৮.৫৯ কোটি টাকা।
সিএসইতে ৬৩১ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২১৪টির। এর মধ্যে দাম বেড়েছে ৬৯টির, কমেছে ৬৪টির আর অপরিবর্তিত রয়েছে ৯১টির।