সিএসইতে লেনদেন ১৯.৩৩ কোটি টাকা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২০ ফেব্রুয়ারি, ২০২৪ at ৮:১২ পূর্বাহ্ণ

চিটাগং স্টক এক্সচেঞ্জে গতকাল লেনদেন হয়েছে ১৯.৩৩ কোটি টাকা। ১১,১৪৯ টি লেনদেনের মাধ্যমে মোট ৬৩.৮৬ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৯৫.৯৬ পয়েন্ট কমেছে, যা হলো ১৭,৯৮৯.৮৫ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ৫.৩৬ পয়েন্ট কমেছে, যা হলো ১,২৭৯.৬৪ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ৮.৯২ পয়েন্ট কমেছে, যা হলো ১,১৫২.৬২ পয়েন্টে । সিএসই এসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক গতকাল ৩৮.৬২ পয়েন্ট কমেছে, যা হলো ২,৫৬৩.৭০ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৭৫৭,০৮৯.৭৮ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৩৮,২৩৮.৯১ কোটি টাকা। সিএসইতে ৬৩৬ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৪৮ টির, এর মধ্যে দাম বেড়েছে ৬৬ টির, কমেছে ১৬১ টির আর অপরিবর্তিত রয়েছে ২১ টির।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারেও হবে চট্টগ্রাম লিগের খেলা
পরবর্তী নিবন্ধমার্চে রাফাহ নগরীতে স্থলঅভিযান চালানোর হুঁশিয়ারি দিল ইসরায়েল