সিএসইতে লেনদেন ১৯.১৩ কোটি টাকা

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ৬ ফেব্রুয়ারি, ২০২৪ at ৭:৫৫ পূর্বাহ্ণ

চিটাগং স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে ১৯.১৩ কোটি টাকা। ৯,৯২০ টি লেনদেনের মাধ্যমে মোট ১.১০ কোটি শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১৮৭.৪৩ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৮,০৩২.২৩ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ৯.৬৬ পয়েন্টবেড়েছে, যা হলো ১,২৭৩.২৩ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ৭.৮৫ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১৫৭.৫৮ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক গতকাল ৪.০২ পয়েন্ট বেড়েছে, যা হলো ২,৭৮৬.৬৯ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৭৫৯,২৫২.৯৮ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৩৭,২৪১.৮৮ কোটি টাকা। সিএসইতে ৬৩৪ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৯২ টির, এর মধ্যে দাম বেড়েছে ১৮৭ টির, কমেছে ৭২ টির আর অপরিবর্তিত রয়েছে ৩৩ টির।

পূর্ববর্তী নিবন্ধসিজেকেএস প্রিমিয়ার ক্রিকেট লিগের দলবদল সম্পন্ন
পরবর্তী নিবন্ধআট ইরাকি ব্যাংকের উপর ডলার লেনদেনে নিষেধাজ্ঞা