সিএসইতে লেনদেন ১৮.৬১ কোটি টাকা

| সোমবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৪ at ৮:০৭ পূর্বাহ্ণ

আজাদী ডেস্ক 

চিটাগং স্টক এক্সচেঞ্জে গতকাল লেনদেন হয়েছ ১৮.৬১ কোটি টাকা। ১০,১২৭ টি লেনদেনের মাধ্যমে মোট ৮৬.৪৪ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ২১৮.৬৭ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৭,৮৪৪.৭৯ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ৩.৮৯ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,২৬৩.৫৭ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ৭.০৯ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১৪৯.৭৩ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক গতকাল ১.৯৩ পয়েন্ট কমেছে, যা হলো ২,৭৮২.৬৭ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৭৫৪,০১৮.৬৯ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৩৭,২৪১.৮৮ কোটি টাকা। সিএসইতে ৬৩৪ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৯৩ টির, এর মধ্যে দাম বেড়েছে ২২৬ টির, কমেছে ৪৮ টির আর অপরিবর্তিত রয়েছে ১৯ টির।

পূর্ববর্তী নিবন্ধদ্বিতীয় দিনে ঘর গোছালো মোহামেডান পাইরেটস, সিটি কর্পোরেশন
পরবর্তী নিবন্ধনিজেদের গলায় নিজেরাই মালা পরালেন কনেরা