সিএসইতে লেনদেন ১৮.৩৬ কোটি টাকা

আজাদী ডেস্ক | শুক্রবার , ১ সেপ্টেম্বর, ২০২৩ at ৬:১৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বৃহস্পতিবার লেনদেন হয়েছে ১৮.৩৬ কোটি টাকা। ২,৪৮৬ টি লেনদেনের মাধ্যমে মোট ৩২.৪৩ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১৮.২৮ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৮,৬৩৩.১৮ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ১.১৮ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,৩০৮.৪৯ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ০.১২ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১৭৫.১২ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক ১.২৭ পয়েন্ট কমেছে, যা হলো ২,১৪৮.১৯ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৭৬৬,৮৪৭.০১ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪২৫,৫২৭.২৯ কোটি টাকা। সিএসইতে ৬৩০ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৪৬ টির, এর মধ্যে দাম বেড়েছে ৫১ টির, কমেছে ৪০ টির আর অপরিবর্তিত রয়েছে ৫৫ টির।

পূর্ববর্তী নিবন্ধভারতে জি-২০ সম্মেলনে যোগ দিচ্ছেন না চীনের প্রেসিডেন্ট!
পরবর্তী নিবন্ধবিজয় মিছিল করে গ্যাবনের ক্ষমতায় বসানো হল এনগুয়েমাকে