সিএসইতে লেনদেন ১৮.৩১ কোটি টাকা

আজাদী ডেস্ক | শুক্রবার , ৪ আগস্ট, ২০২৩ at ৭:০৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বৃহস্পতিবার লেনদেন হয়েছে ১৮.৩১ কোটি টাকা। ২,২৯৯ টি লেনদেনের মাধ্যমে মোট ২৫.৫১ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৩১.৪৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮,৬৮৯.৬৯ পয়েন্টে। সিএসই৫০ মূল্যসূচক ১.৬৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,৩১১.৪৭ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ১.৬৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,১৭২.৩১ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক ১৮.০৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২,২৯২.৯০ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ দাঁড়িয়েছে ৭৭১,৬৪০.৬০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৪৩০,১৭৫.৫৮ কোটি টাকায়। সিএসইতে ৬৩২ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৭০ টির, এর মধ্যে দাম বেড়েছে ৩১ টির, কমেছে ৬৭ টির আর অপরিবর্তিত রয়েছে ৭২ টির।

পূর্ববর্তী নিবন্ধক্রিকেটারদের ইয়ো ইয়ো টেস্টে প্রথম শান্ত
পরবর্তী নিবন্ধমুক্তির ৪ মাস আগে জেল পলায়ন ফের মিললো ৪০ বছরের সাজা