সিএসইতে লেনদেন ১৭.৬৩ কোটি টাকা

আজাদী ডেস্ক

| মঙ্গলবার , ১ অক্টোবর, ২০২৪ at ৫:০৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল সোমবার লেনদেন হয়েছে ১৭.৬৩ কোটি টাকা। ২,৮৭১ টি লেনদেনের মাধ্যমে মোট ৪৪.৪৩ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১০৬.১৯ পয়েন্ট কমেছে, যা হলো ১৫,৬৫৯.৬৬ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ৭.৬৩ পয়েন্ট কমেছে, যা হলো ১,১৮৬.১১ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ৮.৮২ পয়েন্ট কমেছে, যা হলো ১,০২০.৩৪ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক ৬.৪২ পয়েন্ট কমেছে, যা হলো ২,৫০২.২৮ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৭১৮,২৮৪.০৮ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৪৫,৭৬৭.৮৪ কোটি টাকা। সিএসইতে ৬৪১ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২২৮ টির, এর মধ্যে দাম বেড়েছে ৬৪ টির, দাম কমেছে ১৪০ টির আর অপরিবর্তিত রয়েছে ২৪ টির।

পূর্ববর্তী নিবন্ধ‘দাদাসাহেব ফালকে’ পাচ্ছেন মিঠুন চক্রবর্তী
পরবর্তী নিবন্ধতাইওয়ানকে ৫৬৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র