চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল রবিবার লেনদেন হয়েছে ১৬.৫৪ কোটি টাকা। ৬,৪৭৪ টি লেনদেনের মাধ্যমে মোট ৭৬.৫৪ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১০.৫১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮,৭৩১.৩২ পয়েন্টে। সিএসই–৫০ মূল্যসূচক ২.০৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,৩১৩.২৯ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ২.৯৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,১৮০.৪৮ পয়েন্টে।
সিএসই এসমেক্স ইনডেক্স–এর মূল্যসূচক ৪৬.০৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২,০৫৩.০৮ পয়েন্ট গতকাল দিনশেষে সিএসই’র বাজার মূলধণের পরিমাণ দাড়িয়েছে ৭৫৯,২৫৬.৮৭ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৪১৭,০৭৮.৫৯ কোটি টাকায়। সিএসইতে ৬৩১ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২২০ টির, এর মধ্যে দাম বেড়েছে ৭৩ টির, কমেছে ৫৫ টির আর অপরিবর্তিত রয়েছে ৯২ টির।