সিএসইতে লেনদেন ১৬.১১ কোটি টাকা

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ২০ মে, ২০২৫ at ১০:০১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল সোমবার লেনদেন হয়েছ ১৬.১১ কোটি টাকা। ১,৫৫৫ টি লেনদেনের মাধ্যমে মোট ২৬.৬১ লাখ শেয়ার হাতবদল হয়েছেঠ। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ২৫.০৭ পয়েন্ট কমেছে, যা হলো ১৩,৩৭৮.৪৩ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ০.৯৮ পয়েন্ট কমেছে, যা হলো ১,০৪১.৭৮ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ৪.৩১ পয়েন্ট কমেছে, যা হলো ৮৫৮.৯৯ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক গতকাল ২৪.১৭ পয়েন্ট কমেছে, যা হলো ১,৯৭০.৮৫ পয়েন্ট। দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৬৭৯,০৩৮.৩৬ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৬৯,৯১২.২৭ কোটি টাকা। সিএসইতে ৬৩৯ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৮৯ টির, এর মধ্যে দাম বেড়েছে ৫৭ টির, দাম কমেছে ১০১ টির আর অপরিবর্তিত রয়েছে ৩১ টির।

পূর্ববর্তী নিবন্ধ‘আনন্দমেলা’য় সাবিনা ইয়াসমীন
পরবর্তী নিবন্ধবেলুচিস্তানে গাড়িবোমা হামলায় নিহত ৪, আহত ২০