চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বুধবার মোট লেনদেন হয়েছে ১৫.৪৯ কোটি টাকা। মোট ৭,৪৫৩টি লেনদেনের মাধ্যমে ৪৮.১২ লাখ শেয়ার হাতবদল হয়েছে।
প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৩৩.৮৩ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৯,৬১২.৮২ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ৩.৩৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,৪৫৯.৯১-তে। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্স ০.১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,২৩১.২৫ পয়েন্টে। সিএসইএসমেক্স ইনডেক্স ২২.৭৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬৪১.৮৮ পয়েন্ট।
গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৪৬৯,৪৩৪.৬৮ টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ১০১,২০৮.৩৯ কোটি টাকায়।
সিএসইতে ৩৭৮ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৮২টির। এর মধ্যে দাম বেড়েছে ১১২টির, কমেছে ১২৪টির আর অপরিবর্তিত রয়েছে ৪৬ টির।