চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছে ১৫.০১ কোটি টাকা। ২,৯৩১ টি লেনদেনের মাধ্যমে মোট ৬১.২৪ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১৫.৭৩ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৫,২৪৩.৫৪ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ১.১৬ পয়েন্ট কমেছে, যা হলো ১,১৫৯.৭৯ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স এর মূল্যসূচক ০.৫০ পয়েন্ট কমেছে, যা হলো ৯৫৯.৯২ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক গতকাল অপরিবর্তিত ছিল, যা হলো ১,৮৯২.৮১ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৭২৩,১৭৯.৪১ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৭৫,১১২.১০ কোটি টাকা। সিএসইতে ৬৩৮ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৪২ টির, এর মধ্যে দাম বেড়েছে ১১৭ টির, দাম কমেছে ৯৭ টির আর অপরিবর্তিত রয়েছে ২৮ টির।