চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল রোববার লেনদেন হয়েছে ১৪.৮৭ কোটি টাকা। ২,৬২১ টি লেনদেনের মাধ্যমে মোট ৪১.৪৮ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ২৮.৭৭ পয়েন্ট কমেছে, যা হলো ১৫,৩৮৬.৬০ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ০.৯৬ পয়েন্ট কমেছে, যা হলো ১,১০১.৮৫ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ১.৬৮ পয়েন্ট কমেছে, যা হলো ১০০১.১১ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স–এর মূল্যসূচক গতকাল ৬.৩৪ পয়েন্ট বেড়েছে, যা হলো ৩,০৭৮.১৫ পয়েন্ট। গতাকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৬৯১,৭১৫.৮১ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৩৮,৬৯১.২৫ কোটি টাকা। সিএসইতে ৬৪২ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২০৭ টির, এর মধ্যে দাম বেড়েছে ৫৮ টির, কমেছে ১১৭ টির আর অপরিবর্তিত রয়েছে ৩২ টির।