চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে রোববার লেনদেন হয়েছে ১৪.৮১ কোটি টাকা। ১,৮২২ টি লেনদেনের মাধ্যমে মোট ২১.০১ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১৩৮.৫৮ পয়েন্ট কমেছে, যা হলো ১৫,১৯৯.১৯ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ৭.৩০ পয়েন্ট কমেছে, যা হলো ১,১৫৪.৫১ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ১৩.০১ পয়েন্ট কমেছে, যা হলো ৯৫৮.৬৩ পয়েন্টে।
সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক গতকাল অপরিবর্তিত, যা হলো বেড়েছে ১,৮৬৭.৮০ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৭২৩,২১৩.৯৯ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৭৫,২৭২.১০ কোটি টাকা। সিএসইতে ৬৪০ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২১৪ টির, এর মধ্যে দাম বেড়েছে ৩২ টির, দাম কমেছে ১৬১টি আর অপরিবর্তিত রয়েছে ২১ টির।







