সিএসইতে লেনদেন ১৪.৭৮ কোটি টাকা

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ১ ফেব্রুয়ারি, ২০২৪ at ১০:১৪ পূর্বাহ্ণ

চিটাগং স্টক এক্সচেঞ্জে গতকাল বুধবার লেনদেন হয়েছে ১৪.৭৮ কোটি টাকা। ৭,৮৪১টি লেনদেনের মাধ্যমে মোট ৭৩.৬৭ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১৪.৮০ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৭,৪২৭.৯৯ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ৩.২৩ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,২৫০.৬৯। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ২.৩৫ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১৩১.৪৪ পয়েন্ট। সিএসই এসমেক্স ইনডেক্সের মূল্যসূচক গতকাল ১৭.৩৬ পয়েন্ট বেড়েছে, যা হলো ২,৭৬৭.২০ পয়েন্ট।

গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৭৪৬,২২৯.৬২ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৩৭,২৪১.৮৮ কোটি টাকা। সিএসইতে ৬৩৪ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৫৮টির। এর মধ্যে দাম বেড়েছে ৯১টির, কমেছে ১২৯টির আর অপরিবর্তিত রয়েছে ৩৮টির।

পূর্ববর্তী নিবন্ধনেপালকে হারিয়ে সেমির আশা বাংলাদেশের
পরবর্তী নিবন্ধভারত জোড়ো ন্যায় যাত্রায় রাহুলের গাড়িতে হামলা