সিএসইতে লেনদেন ১৪.৭১ কোটি টাকা

আজাদী ডেস্ক | শুক্রবার , ১১ জুলাই, ২০২৫ at ১১:৪৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বৃহস্পতিবার লেনদেন হয়েছে ১৪.৭১ কোটি টাকা। ১,৯৭৭টি লেনদেনের মাধ্যমে মোট ৩৮.৪৬ লাখ শেয়ার হাত বদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১১৮.৪০ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৪,০৭৮.১৯ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ৮.৩১ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,০৮৪.২৯তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ৯.৮৩ পয়েন্ট কমেছে, যা হলো ৮৯৬.২৩ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক আজ অপরিবর্তিত আছে, যা হলো ১৯৮৫.৯৬ পয়েন্ট। গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৭০০,৭২৫.৩৮ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৭৫,৭৯৯.১১ কোটি টাকা। সিএসই’তে ৬৪০ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৩০টির এর মধ্যে দাম বেড়েছে ১২৫ টির, দাম কমেছে ৭৭টির আর অপরিবর্তিত রয়েছে ২৮টির।

পূর্ববর্তী নিবন্ধআগামী বছর থেকে সৌদি আরবে জমি-ফ্ল্যাট কিনতে পারবেন বিদেশিরা
পরবর্তী নিবন্ধলোহিত সাগরে হুতিদের হামলায় এক সপ্তাহের মধ্যে ডুবলো দ্বিতীয় জাহাজ