সিএসইতে লেনদেন ১৩.৯৭ কোটি টাকা

আজাদী ডেস্ক | সোমবার , ২৯ জানুয়ারি, ২০২৪ at ৯:৫৪ পূর্বাহ্ণ

চিটাগং স্টক এঙচেঞ্জে রোববার লেনদেন হয়েছে ১৩.৯৭ কোটি টাকা। ৭,৬৯৪ টি লেনদেনের মাধ্যমে মোট ৬২.৮৪ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেঙ সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ২৬৫.৮৯ পয়েন্ট কমেছে, যা হলো ১৭,২৮৬.২৩ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ১২.৭৬ পয়েন্ট কমেছে, যা হলো ১,২৩৭.৪৫ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ১২.১৫ পয়েন্ট কমেছে, যা হলো ১,১১৮.৪১ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক গতকাল অপরিবর্তিত ছিল, যা হলো ২,৭৫১.৩২ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৭৪২,৯২৬.৮৪ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৩৭,২৪১.৮৮ কোটি টাকা। সিএসইতে ৬৩৪ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৭০ টির, এর মধ্যে দাম বেড়েছে ৪৮ টির, কমেছে ২০৮ টির আর অপরিবর্তিত রয়েছে ১৪ টির।

পূর্ববর্তী নিবন্ধশামার জোসেফ বীরত্বে ২৭ বছর পর টেস্টে অস্ট্রেলিয়াকে হারাল ওয়েস্ট ইন্ডিজ
পরবর্তী নিবন্ধমায়ামি থেকে যাত্রা করেছে বিশ্বের বৃহত্তম প্রমোদতরী