চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল রোববার লেনদেন হয়েছে ১৩.৬৬ কোটি টাকা। ১,৫২৬ টি লেনদেনের মাধ্যমে মোট ৫৮.১৬ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১২৪.০৫ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৫,০৯৬.৮৪ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ৯.২৭ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১৬৭.৭৩ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ৫.৯৫ পয়েন্ট বেড়েছে, যা হলো ৯৫১.৪৪ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক ০.৪০ পয়েন্ট কমেছে, যা হলো ১,৮৭৭.৫৮ পয়েন্ট।
গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৭২৪,৩৭০.৭৯ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৭৮,১৬১.৪৭ কোটি টাকা। সিএসইতে ৬৩৯ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৭৩ টির, এর মধ্যে দাম বেড়েছে ৮৮ টির, দাম কমেছে ৬৪ টি আর অপরিবর্তিত রয়েছে ২১ টির।