সিএসইতে লেনদেন ১৩.৬০ কোটি টাকা

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ১৬ মে, ২০২৪ at ৭:৪৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল বুধবার লেনদেন হয়েছে ১৩.৬০ কোটি টাকা। মোট ৩,৭০৪টি লেনদেনের মাধ্যমে মোট ৩৫.২২ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১০৪.৫৬ পয়েন্ট কমেছে, যা হলো ১৬,০৬০.২২ পয়েন্ট। সিএসই৫০ মূল্যসূচক ৪.৫৫ পয়েন্ট কমেছে, যা হলো ১১,৩৫.১২। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ১০.২২ পয়েন্ট কমেছে, যা হলো ১,০৪৫.৮৯ পয়েন্ট। সিএসই এসমেক্স ইনডেক্সের মূল্যসূচক ৬.৩৯ পয়েন্ট কমেছে, যা হলো ৩,২৫৫.০৬ পয়েন্ট।

গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৭৩৭,৬৬০.১২ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৪৮,৫২৬.২১ কোটি টাকা। সিএসইতে ৬৪২ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৩৪টির। এর মধ্যে দাম বেড়েছে ৩২টির, কমেছে ১৭৪টির আর অপরিবর্তিত রয়েছে ২৮টির।

পূর্ববর্তী নিবন্ধতৃতীয় স্থানে উঠে এসেছে পাইরেটস
পরবর্তী নিবন্ধনিজের গবেষণায় মস্তিষ্কের ক্যান্সার থেকে মুক্তি পেলেন চিকিৎসক