চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বুধবার মোট লেনদেনের পরিমাণ ছিল ১৩৬.৩৬ কোটি টাকা। মোট ২৫,২২২টি লেনদেনের মাধ্যমে ৪.০২ কোটি শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১৯৪.৩৮ পয়েন্ট কমে দাঁড়ায় ১৭,৫৭০.৭৫ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ১৩.৬৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২৭৭.৯৭-তে। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্স ৬.৪৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১০৮২.৯৫-তে।
গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৪৩৪,৪৭৯.২১ কোটি টাকা। পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৮৩,৩৪৩.০১ কোটি টাকায়।
সিএসইতে ৩৪৮ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ৩১৮টির। এর মধ্যে দাম বেড়েছে ১১৮টির, কমেছে ১৭৯টির। অপরিবর্তিত রয়েছে ২১টির।