সিএসইতে লেনদেন ১২.৭৪ কোটি টাকা

আজাদী ডেস্ক | সোমবার , ২২ জানুয়ারি, ২০২৪ at ৯:৩৫ পূর্বাহ্ণ

চিটাগং স্টক এক্সচেঞ্জে গতকাল রোববার লেনদেন হয়েছে ১২.৭৪ কোটি টাকা। ৪,১৭২ টি লেনদেনের মাধ্যমে মোট ৩৩.৮২ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৪৭৬.৯২ পয়েন্ট কমেছে, যা হলো ১৮,৩২৯.৪৪ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ৩১.৪৬ পয়েন্ট কমেছে, যা হলো ১,২৮২.০৬ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ২৫.৫৭ পয়েন্ট কমেছে, যা হলো ১,১৭১.৯৩ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক আজ অপরিবর্তিত ছিল, যা হলো ২,৭৫৭.২৯ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৭৭২,৭৯৯.৯৩ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৩৭,২০১.৮৩ কোটি টাকা। সিএসইতে ৬৩৩ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২১৮ টির, এর মধ্যে দাম বেড়েছে ৪১ টির, কমেছে ১৫৮ টির আর অপরিবর্তিত রয়েছে ১৯ টির।

পূর্ববর্তী নিবন্ধক্রীড়াক্ষেত্র সমপ্রসারণে ভূমিকা রাখছে চসিক : মেয়র রেজাউল
পরবর্তী নিবন্ধমস্কোগামী প্লেন আফগানিস্তানে নিখোঁজ