চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছে ১১.৬৫ কোটি টাকা। ১,৭৩৪ টি লেনদেনের মাধ্যমে মোট ৩৪.৩৪ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১৬.৮৪ পয়েন্ট কমেছে, যা হলো ১৪,৩৮৪.৯২ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ৫.২৮ পয়েন্ট কমেছে, যা হলো ১,১০৪.৭৭ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ৫.২০ পয়েন্ট বেড়েছে, যা হলো ৯৩৪.৭০ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক ৯.৯৫ পয়েন্ট কমেছে, যা হলো ২,১৫৭.৪৪ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৬৯৬,৮১৫.১৯ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৫৬,০৯৮.৪১ কোটি টাকা। সিএসইতে ৬৩৯ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৮৭ টির, এর মধ্যে দাম বেড়েছে ৮৫টির, দাম কমেছে ৭২ টির আর অপরিবর্তিত রয়েছে ৩০ টির।