সিএসইতে লেনদেন ১১.২২ কোটি টাকা

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ১৫ মে, ২০২৫ at ৯:১৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল বুধবার লেনদেন হয়েছে ১১.২২ কোটি টাকা। মোট ১,৭৩৫টি লেনদেনের মাধ্যমে মোট ৩৮.৮২ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৭১.৪৬ পয়েন্ট কমেছে, যা হলো ১৩,৬১৪.৬৩ পয়েন্ট। সিএসই৫০ মূল্যসূচক ৩.৫১ পয়েন্ট কমেছে, যা হলো ১,০৬১.৩৩। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ৪.৪৩ পয়েন্ট কমেছে, যা হলো ৮৭৫.৫৫ পয়েন্ট। সিএসই এসমেক্স ইনডেক্সের মূল্যসূচক গতকাল অপরিবর্তিত ছিল, যা হলো ১,৯৯২.২৫ পয়েন্ট।

গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৬৮৫,২৯৯.৭৭ কোটি টাকা। পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৬৯,৮৫৪.৯৪ কোটি টাকা। সিএসইতে ৬৩৯ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৯৮টির। এর মধ্যে দাম বেড়েছে ৪৪টির, দাম কমেছে ১২৭টির আর অপরিবর্তিত রয়েছে ২৫টির।

পূর্ববর্তী নিবন্ধজয়িতার ‘এই তো তোমার প্রেম’
পরবর্তী নিবন্ধমারা গেলেন ‘বিশ্বের সবচেয়ে দরিদ্র প্রেসিডেন্ট’