চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল বুধবার মোট লেনদেন ১১.০১ কোটি টাকা। মোট ৫,২৬৯টি লেনদেনের মাধ্যমে মোট ১৪.৪৮ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৭৬.২৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮,৩৪০.৬০ পয়েন্টে। সিএসই-৫০ মূল্যসূচক ৬.১৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,৩১৩.৩৩-তে। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ১০.৫৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,১৪৭.৬৬ পয়েন্টে।
সিএসইএসমেক্স ইনডেক্সের মূল্যসূচক ১৬.৭১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২,১৩৮.৩৭ পয়েন্ট।
গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৭৪৬,৫২৪.৮৩ কোটি টাকা। পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৪১০,১৬৬.৮১ কোটি টাকায়। সিএসইতে ৬৩১ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৪০টির। এর মধ্যে দাম বেড়েছে ১৯টির, কমেছে ৪৬টির আর অপরিবর্তিত রয়েছে ৭৫টির।