সিএসইতে লেনদেন ১১৫.৪০ কোটি টাকা

আজাদী ডেস্ক | সোমবার , ২৩ ডিসেম্বর, ২০২৪ at ১১:০৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল রোবাবার লেনদেন হয়েছে ১১৫.৪০ কোটি টাকা। ১,৫২৫ টি লেনদেনের মাধ্যমে মোট ২.৬৫ কোটি শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৫৪.৬৩ পয়েন্ট কমেছে, যা হলো ১৪,৪৬৮.০৫ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ৩.০৫ পয়েন্ট কমেছে, যা হলো ১,১০৮.৪৪ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ২.৮০ পয়েন্ট বেড়েছে, যা হলো ৯৩২.২০ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক গতকাল অপরিবর্তিত ছিল, যা হলো ২,০৫৮.০২ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৬৯৫,৯১৭.৩৮ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৫৪,৬৯৬.০১ কোটি টাকা। সিএসইতে ৬৪০ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৭৬ টির, এর মধ্যে দাম বেড়েছে ৪২ টির, দাম কমেছে ১১০ টির আর অপরিবর্তিত রয়েছে ২৪ টির।

পূর্ববর্তী নিবন্ধবিশেষ সম্মাননা পাচ্ছেন বেবী নাজনীন ও জয়া আহসান
পরবর্তী নিবন্ধগাজায় যুদ্ধবিরতির আলোচনায় ৯০ শতাংশ অগ্রগতি