সিএসইতে লেনদেন ১১৩.৬০ কোটি টাকা

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ৯ মে, ২০২৪ at ১১:২৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল বুধবার লেনদেন হয়েছে ১১৩.৬০ কোটি টাকা। মোট ৫,৫৬৭টি লেনদেনের মাধ্যমে মোট ১৪.৫৪ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৮৩.৩৫ পয়েন্ট কমেছে, যা হলো ১৬,৩১৩.০৬ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ৭.০৩ পয়েন্ট কমেছে, যা হলো ১,১৫১.০৪। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ৩.৬০ পয়েন্ট কমেছে, যা হলো ১,০৭১.৭০ পয়েন্ট। সিএসই এসমেক্স ইনডেক্সের মূল্যসূচক ২.৪৫ পয়েন্ট কমেছে, যা হলো ৩,২৭৩.২৭ পয়েন্ট।

গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৭৪২,৫৮৬.৪৭ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৪৮,৩৮৭.১৮ কোটি টাকা। সিএসইতে ৬৪২ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৪৯টির। এর মধ্যে দাম বেড়েছে ৭১টির, কমেছে ১৪৮টির আর অপরিবর্তিত রয়েছে ৩০টির।

পূর্ববর্তী নিবন্ধনবম ম্যাচে এসে জয়ের দেখা পেল সিটি কর্পোরেশন
পরবর্তী নিবন্ধইউরোপের বিশ্ববিদ্যালয়গুলোতে ইসরায়েলবিরোধী ব্যাপক বিক্ষোভ