সিএসইতে লেনদেন ১০.০১ কোটি টাকা

আজাদী ডেস্ক | সোমবার , ১৯ মে, ২০২৫ at ৮:৫৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল রোববার লেনদেন হয়েছে ১০.০১ কোটি টাকা। ১,৮২৯ টি লেনদেনের মাধ্যমে মোট ৩১.১৮ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৭৮.০৪ পয়েন্ট কমেছে, যা হলো ১৩,৪০৩.৫০ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ৬.৪১ পয়েন্ট কমেছে, যা হলো ১,০৪২.৭৬ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ৩.৮১ পয়েন্ট কমেছে, যা হলো ৮৬৩.৩১ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক গতকাল ৬.৩৬ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,৯৯৫.০২ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৬৮০,২৫৮.৭৩ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৬৯,৯১২.২৭ কোটি টাকা। সিএসইতে ৬৩৯ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৩৬ টির, এর মধ্যে দাম বেড়েছে ৮৮ টির, দাম কমেছে ১১৮ টির আর অপরিবর্তিত রয়েছে ৩০ টির।

পূর্ববর্তী নিবন্ধনাট্য সম্ভারে আজ অরিন্দমের ‘কবি’
পরবর্তী নিবন্ধযুদ্ধকালীন সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া