সিএসইতে লেনদেন ১০৮.৯০ কোটি টাকা

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ১৪ মে, ২০২৪ at ৮:০৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল সোমবার লেনদেন হয়েছে ১০৮.৯০ কোটি টাকা। ৬,৩৮৬ টি লেনদেনের মাধ্যমে মোট ১৯.৮০ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৬.০৯ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৬,৩৩৫.৭২ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ০.৪০ পয়েন্ট বেড়েছে, যা হলো ১১,৫০.৪২ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ৩.৭২ পয়েন্ট কমেছে, যা হলো ১,০৬৭.৫১ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক গতকাল অপরিবর্তিত ছিল যা হলো ৩,২৭৩.২৭ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৭৪৩,২৪৬.০৩ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৪৮,৪৯৬.৬০ কোটি টাকা। সিএসইতে ৬৪১ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৫২ টির, এর মধ্যে দাম বেড়েছে ৮৫ টির, কমেছে ১৩৭ টির আর অপরিবর্তিত রয়েছে ৩০ টির।

পূর্ববর্তী নিবন্ধসুস্থ জীবন যাপনে খেলাধুলার বিকল্প নেই
পরবর্তী নিবন্ধমুম্বাইয়ে দৈত্যাকার বিলবোর্ড ভেঙে পড়ে নিহত ৩