সিএসইতে লেনদেন ১০৩.৯২ কোটি টাকা

আজাদী ডেস্ক | শুক্রবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ at ১০:৫৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বৃহস্পতিবার লেনদেন হয়েছে ১০৩.৯২ কোটি টাকা। ২,৭৩১টি লেনদেনের মাধ্যমে মোট ৮৭.৩৩ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৫০.১৯ পয়েন্ট কমেছে, যা হলো ১৪,৬৩৩.০০ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ৬.৯১ পয়েন্ট কমেছে, যা হলো ১,১১৩.০০ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ৬.৭০ পয়েন্ট কমেছে, যা হলো ৯৪৬.৭০ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক আজ অপরিবর্তিত ছিল, যা হলো ২,১০৩.৭৭ পয়েন্ট। গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৭০৫,২১৩.২৫ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৬৩,৯৭৮.৬৭ কোটি টাকা। সিএসইতে ৬৪০ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২১৯টির, এর মধ্যে দাম বেড়েছে ৯৭টির, দাম কমেছে ৯১টির আর অপরিবর্তিত রয়েছে ৩১টির।

পূর্ববর্তী নিবন্ধসদারঙ্গের জাতীয় উচ্চাঙ্গসংগীত সম্মেলন শুরু
পরবর্তী নিবন্ধআসাদ আমলে সামরিক বিমানবন্দরের বন্দিশালায় মারা গেছে সহস্রাধিক সিরীয়