সিএমপি কারাতে ক্লাবে বেল্ট শিরোমনী অনুষ্ঠান

| রবিবার , ২১ সেপ্টেম্বর, ২০২৫ at ১:৪২ অপরাহ্ণ

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশন অনুমোদিত কারাতে সংগঠন সিএমপি কারাতে ক্লাবের ছাত্রছাত্রীদের বেল্ট প্রদান অনুষ্ঠান গতকাল ২০ সেপ্টেম্বর দামপাড়া পুলিশ লাইন ইনডোর স্পোর্টস কমপ্লেক্সে সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি ছিলেন এসোসিয়েশনের সভাপতি, সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ল্ড ও এশিয়ান কারাতে ফেডারেশনের জাজ মোছা. লতা পারভীন। কৃতী ছাত্রছাত্রীদের বেল্ট পরিয়ে দেন সিএমপি কারাতে ক্লাবের চীফ কোচ শিহান কাউসার আহমেদ। অনুষ্ঠানে ৭৩ জন সফল কারাতে ছাত্র ছাত্রীদের নতুন গ্রেডের বেল্ট প্রদান করা হয়।

পূর্ববর্তী নিবন্ধস্বাগতিক মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ
পরবর্তী নিবন্ধআগ্রাবাদে ছাত্রলীগের মিছিল, ১১ জন গ্রেফতার